ড্রপশিপিং কি?
পণ্য নিজের কাছে স্টক না করে অন্য কোনো সাপ্লায়ারের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাই ড্রপশিপিং।এক্ষেত্রে যিনি ড্রপশিপার তার সাধারণত কোন পুজির প্রয়োজন হয় না,পণ্য ডেলিভারি থেকে শুরু করে ড্রপশিপারের কাছে প্রফিট পৌছে দেয়া পর্যন্ত দায়িত্ব সাপ্লায়ারের।এক্ষেত্রে কিছু কন্ডিশন সাপেক্ষে আফটার সেলস সার্ভিস প্রদান করাও সাপ্লায়ারের দায়িত্ব।
ড্রপশিপ বাংলাদেশের সাথে কেন কাজ করবো?
আমাদের সার্ভিস সম্পূর্ণ অটোমেটেড তাই অন্যান্য ড্রপশিপিং সিস্টেমের মত সেলারকে নক করে বার বার যেকোনো আপডেট জানতে হবেনা। সকল আপডেট আপনি আপনার স্ক্রিনে আমাদের ডেশবোর্ডের মাধ্যমে দেখতে পারবেন।অন্যদিকে আমাদের ড্রপশিপিং সার্ভিসে আপনার ব্রেন্ডের কাস্টোমাইজেবল ইনভয়েস ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি আমাদের ডেলিভারি সিস্টেম সপ্তাহে ৭দিনই খোলা থাকে যেখানে অন্যান্য জায়গায় অনেকের কার্যক্রম শুক্র/শনিবার বন্ধ থাকে।যেকোনো প্রব্লেমের সলিউশন দিতে আমাদের ওয়াটসেপ সাপোর্ট 24/7 এভেইলেবল থাকবে,একান্ত ব্যস্ততা ছাড়া আমাদের সবসময় এক্টিভ পাবেন।সময়মত প্রোডাক্ট ডেলিভারি,প্রোফিট ট্রান্সফার,প্রোডাক্ট ওয়ারেন্টি ক্লেইমের মত বেসিক ব্যপার গুলো ইনশাআল্লাহ একদম স্মুথ পাবেন,বিন্দু পরিমাণ ক্ষুত যাতে না থাকে সেজন্য যথেষ্ট ব্যবস্থা নেয়া রয়েছে আমাদের।
কাস্টোমারের অর্ডার কিভাবে ওয়েবসাইটে প্লেস করবো?
আপনার কাস্টোমারের জন্য অর্ডার করতে চাইলে একাউন্টে লগইন করুন আপনার কাস্টোমারের পছন্দের প্রোডাক্ট পিক করুন,আপনি যত টাকা লাভে সেটি বিক্রি করবেন তা লিখেদিন এবং কাস্টোমারের যাবতীয় ডিটেইলস ফিলাপ করে অর্ডার করেদিন।ব্যাস কাজ শেষ পরবর্তীতে আপনার ডেশবোর্ডে অর্ডারের সকল ডিটেইলস দেখতে পারবেন।
ড্রপশিপিং শুরু করতে কি কি লাগবে?
বেসিক যা যা জিনিস প্রয়োজন তা হলো স্মার্টফোন,বিকাশ একাউন্ট,ডিজিটাল মার্কেটিং নিয়ে বেসিক ধারণা,রেজিষ্ট্রেশন ফি।
প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে কার ইনভয়েস ব্যবহার করা হবে?
অবশ্যই প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে আপনার ব্রেন্ডের কাস্টোমাইজএবল ইনভয়েস ব্যবহার করা হবে,সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনভয়েস বানিয়ে আমাদের কাছে পাঠাতে হবে।
ডেলিভারি কমপ্লিট হতে কয়দিন লাগবে?
যেকোন প্রোডাক্ট ডেলিভারিতে ২/৩ দিন সময় লাগবে।ঢাকা সিটির মধ্যে হলে ডেলিভারি ১/২ দিনেই হয়েযাবে।আমাদের ডেলিভারি কার্যক্রম সপ্তাহে ৭দিনই চালু থাকে।কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির উপর ডেলিভারির সময় কম বেশি হতে পারে।
রেজিস্ট্রেশন কিভাবে করবো?
ওয়েবসাইটে ঢোকার পর রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করুন এবং যাবতীয় ডিটেইলস ফিলাপ করে পেমেন্ট কমপ্লিট করেদিন। পেমেন্ট কমপ্লিট হওয়ার ২৪ঘন্টার মধ্যে আপনার একাউন্ট এপ্রুভ করে দেয়া হবে এবং একাউন্ট এপ্রুভালের পর এক্টি ইমেইল পাবেন আমাদের তরফ থেকে যেখানে আপনার লগিন এর জন্য ইউজার নেইম,পাসওয়ার্ড সহ বাদবাকি ডিটেইলস দেয়া থাকবে।পরবর্তী আপনি যেকোনো সময় আপনার পাসওয়ার্ড বদলে নিতে পারবেন।
প্রোফিটের টাকা কখন এড হবে?
প্রোডাক্ট কাস্টোমারের কাছে ডেলিভারি হওয়ার ২৪ঘন্টার মধ্যেই আপনার ডেশবোর্ডে প্রোফিট যুক্ত হয়ে যাবে।সেক্ষেত্রে সকল আপডেট আপনি আপনার ডেশবোর্ডেই দেখতে পারবেন।
প্রোফিট উইথড্র কিভাবে করবো?
মাসে দুইবার আপনার একেউন্টে অটোমেটিকেলি টাকা চলে যাবে।কিন্তু আপনার প্রয়োজনে যেকোনো সময় আমাদের ওয়াটসেপ সাপোর্টে মেসেজ করে টাকা উথড্র করে নিতে পারবেন।
বিজনেস করতে হলে কয়পিস মিনিমাম অর্ডার করতে হবে?
মিনিমাম ১পিস অর্ডা হলেই আপনি অর্ডার করতে পারবেন, বাল্ক কোয়ান্টিটি কেনার প্রয়োজন নেই।
প্রোডাক্টের টাকা কি আগেই পরিশোধ করতে হবে?
নাহ প্রোডাক্টের টাকা আগে পরিশোধ করার প্রয়োজন নেই,শুধু ডেলিভারি চার্জ এডভান্স পেমেন্ট করতে হবে যেটা আপনি আপনার কাস্টোমার থেকে কালেক্ট করে নিবেন আগেই।
আমার কাস্টোমার কি ক্যাশঅন ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে পারবে?
হ্যা পারবে।
আপ্নারা কিভাবে প্রোডাক্ট ডেলিভারি করবেন?
আমরা বিভিন্ন কুরিয়ার কোম্পানির সাহায্য দেশের যেকোনো যায়গায়ই হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেই।
আপ্নারা কি আমাদের প্রোডাক্ট মার্কেটিং এবং সেলস সম্পর্কে জানতে সাহায্য করবেন?
সেলস এবং মার্কেটিং স্ট্রেটেজি একেক জনের জন্য একেক ভাবে কাজ করে।আপনার প্রয়োজন অনুযায়ী আমরা one to one মিটিং কল করবো সেখানে আপনার মার্কেটিং এবং সেলস এর জন্য যা যা জানা প্রয়োজন জানিয়ে দিব।
বিজনেস করার ক্ষেত্রে কি অর্গানিক মার্কেটিং এ আপ্নারা হেল্প করবেন নাকি ফেসবুকে এড চালানো বা এই টাইপের পেইড মার্কেটিং করে সেলস জেনারেট করতে হবে?
আমরা আপ্নাদের যা যা মার্কেটিং টেকটিক্স জানাবো তা সবই অর্গানিক কিন্তু পরবর্তীতে আপানার প্রোফিট আসার পর বিজনেসে ভালো করে চাইলে মার্কেটিং এর জন্য অবশ্যই কিছু বাজেট রাখতে হবে।এখন সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি অর্গানিক ওয়েতে আগাতে চাচ্ছেন বা পেইড ওয়েতে কিন্তু সেই ডিসিশন নিতেও আমাদের থেকে সাপোর্ট পাবেন।
প্রোডাক্ট কাস্টোমার কোনো কারণ বস্ত রিসিভ করতে না পারলে সেটা কার কাছে রিটার্ন আসবে?
আমাদের কাছে।
আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি?
নিচের দিকে থাকা ওয়াটসেপ বাটনে ক্লিক করে মেসেজ করুন।